সশরীরে পরীক্ষা নেবে ইবি 


ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২১, ০৯:০৭ পিএম
সশরীরে পরীক্ষা নেবে ইবি 

আবাসিক হলগুলো বন্ধ রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অনার্স-মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা আগামী ১২ সেপ্টেম্বর থেকে অনলাইন অথবা সশরীরে নেওয়ার অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার (৪ সেপ্টেম্বর) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আতাউর রহমান।

আতাউর রহমান জানান, বিশ্ববিদ্যালয়ের নিয়মিত অনার্স-মাস্টার্স পরীক্ষার্থীদের রিটেক/ফাইনাল পরীক্ষার আংশিক বা বাকি কোর্সসমূহ, মৌখিক অথবা ব্যবহারিক পরীক্ষা ১২ সেপ্টেম্বর থেকে অনলাইনে বা স্বাস্থ্যবিধি মেনে সশরীরে অনুষ্ঠিত হবে।

যেসব বিভাগের টার্মিনাল পরীক্ষাসমূহ শেষ হয়েছে কিংবা এমন ব্যাচ নেই, সেসব বিভাগ অন্য ব্যাচের পরীক্ষা নিতে পারবেন। তবে একই দিনে কোনো বিভাগ একটি ব্যাচের বেশি পরীক্ষা নিতে পারবে না। আবাসিক সুবিধা না নিয়ে সেসব বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে চাইবে তারাই সশরীরে পরীক্ষা দিতে পারবে।

এব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, বিভাগগুলো অগ্রাধিকারের ভিত্তিতে বিভিন্ন শিক্ষাবর্ষের পরীক্ষা সশরীরে নিতে পারবেন। তবে এক্ষেত্রে শিক্ষার্থীরা আবাসিক সুবিধা পাবেনা। বিভাগসমূহ চাইলে অনলাইনেও নিতে পারবেন।

এর আগে গত ১৭ আগস্ট অনলাইনে অনার্স-মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষার অনুমোদন দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওই বৈঠকে অনলাইন পরীক্ষা সংক্রান্ত নীতিমালাও প্রকাশ করা হয়। পরে নীতিমালার আলোকে কয়েকটি বিভাগ অনলাইনে পরীক্ষা সম্পন্ন করে।
 

Link copied!